Monday, November 28

অবশেষে মুক্তি পাচ্ছে 'আমি তোমার হতে চাই'

অবশেষে মুক্তি পাচ্ছে 'আমি তোমার হতে চাই'
কানাইঘাট নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পাচ্ছে বাপ্পি ও মিমের নতুন ছবি 'আমি তোমার হতে চাই'। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস।

বিএফডিসির চৌকাঠ পার হয়ে বাপ্পি ও মিমের ছবি 'আমি তোমার হতে চাই' গিয়ে দাঁড়িয়েছিল আদালত প্রাঙ্গণে!

আদালত আগামী বছর ১২ জানুয়ারি পর্যন্ত ছবিটির কোনওরকম প্রচারণা-প্রকাশনা ও মুক্তি দেওয়ার বিপক্ষে রায় দেন। পরে বিবাদি পক্ষের পাল্টা রিটের কারণে এই রায়ের উপরও আসে পাল্টা নিষেধাজ্ঞা!

এদিকে, এমন মামলা ও পাল্টা বিবৃতিতে অনেকে ছবির প্রচারণার নেতিবাচক 'কৌশল' হিসেবে দেখছেন। অনেকে সরাসরি 'কৌশল' হিসেবেই বলছেন এটিকে!

কারণ মামলা পরিচালনাও করা হয়েছিল ছবি প্রচারণার ফান্ড থেকে। এছাড়া ছবিটি নিয়ে এর কলাকুশলীরা মাঝে কয়েকদিন বাদ দিয়ে নিয়মিতই প্রচারণা চালিয়ে গেছেন।

'আমি তোমার হতে চাই' ছবিটিতে বাপ্পি ও মিম ছাড়াও আরও অভিনয় করেছেন দীপালি, জন, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়