Saturday, November 12

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে কানাইঘাট প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাত


নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খাঁনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কানাইঘাট উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শনিবার অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খাঁন কানাইঘাট রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অটিজিয়ম ও একিভূত শিক্ষা প্রশিক্ষণ পরিদর্শনে আসলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কানাইঘাটের প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র তুলে ধরে উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রস্তাবনা ও শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খাঁনের কাছে তুলে ধরেন। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেইন, উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আহমদ হোসেইন চৌধুরী ও সংগঠনের আওলাদ হোসেন, আব্দুল কাদির, আহমদ মনসুর, আলিম উদ্দিন, আব্দুল লতিফ, শাহাব উদ্দিন, মতিউর রহমান, নাহিদা বেগম, নাজিয়া বেগম, মোঃ আব্দুর রহিম, কামাল আহমদ, এবাদুর রহমান সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়