নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালকের মানবন্ধন স্থগিত করা হয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট যৌথ পরিবহন শ্রমিক
সংগঠনের উদ্যোগে ০৪ দফা দাবী উপস্থাপন করে আগামীকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন চত্ত্বরে মানবন্ধন কর্মসূচীর ঘোষণা করা হয়। এছাড়া উক্ত মানবন্ধন কর্মসূচী সফল সহ শ্রমিকদের দাবীদাওয়া বাস্তবায়নে বিভিন্ন সিন্ধান্ত গ্রহন করা হয়। উক্ত সংবাদ বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশিক হওয়ার পর আজ বুধবার রাত ৮টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তাৎক্ষণিক ভাবে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে এক বৈঠক করে আলোচনা সাপেক্ষে তাদের ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়ন করার আশ্বাস দিলে কানাইঘাট উপজেলা যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের ডাকে আগামীকালকের মানববন্ধন স্থগিত করেছেন বলে কানাইঘাট যৌথ শ্রমিক পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ. হান্নান, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট যৌথ শ্রমিক সংগঠনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হবিব উল্লাহসহ, হাদে হোসেন, শামীম আহমদ, শরীফ উদ্দিন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, ফয়সল আহমদ, শরিফ উদ্দিন প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়