Tuesday, November 1

পাকিস্তানে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪০

পাকিস্তানে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪০

সংবাদ সংস্থা: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে জাহাজ ভাঙ্গার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

করাচির প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হরিফাল এএফপিকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত ও ৪০ জন মারাত্মকভাবে দগ্ধ হয়।’

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ হাশিম সেখানে এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়