Sunday, November 13

'শেখ হাসিনার দলে বসন্তের কোকিলদের দরকার নেই'

'শেখ হাসিনার দলে বসন্তের কোকিলদের দরকার নেই'
কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বঙ্গবন্ধুর নাম হৃদয়ে লিখে রাজনীতি করি। তিনি আমার রাজনৈতিক পিতা। অজপাড়াগাঁ থেকে তার নাম বুকে ধরে তার সৈনিক হয়ে শেখ হাসিনার দলের দায়িত্ব নিয়েছি। তিনি ২০১৯ সালের নির্বাচনে জয়লাভের জন্য আওয়ামী  লীগের সকল স্তরের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ে কাজ করার আহ্বান জানান।

শনিবার বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে খুশি করে লাভ নেই, অযথা শ্লোগান দিয়ে লাভ নেই। আওয়ামী লীগে বসন্তের কোকিল ও মৌসুমী পাখিদের স্থান নেই। শেখ হাসিনার দলে বসন্তের কোকিলদের দরকার নেই।’

অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমি লীগ’র দিন শেষ। এখন আওয়ামী লীগের দিন। কেউ পদ পাননি বলে অন্য দল করবেন না।’ যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপির যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে অন্য দলের সমালোচনা করার আগে তাদের নিজেদের চেহারা একবার আয়নায় দেখা উচিত।’

অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপদেষ্টা মো. ইসহাক মিঞা, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়