Tuesday, November 15

খালেদার অসুস্থতার কারণে নাশকতার মামলার শুনানি হয়নি

খালেদার অসুস্থতার কারণে নাশকতার মামলার শুনানি হয়নি

কানাইঘাট নিউজ ডেস্ক: খালেদা জিয়া অসুস্থ থাকায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় চার্জ গঠনের শুনানি মঙ্গলবার হয়নি। খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য ২৯ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার চার্জ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন দাখিল করেন। ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা দিয়ে হামলা করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।

ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকালে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়