Tuesday, November 1

কানাইঘাটে হামলায় আহত আব্দুল মুতলিব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গত শুক্রবার রাতে প্রতিপক্ষের পূর্ব পরিকল্পিত হামলা থেকে মামুন রশিদ নামে এক ব্যক্তিকে প্রানে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামের ওয়াছির আলীর পুত্র আব্দুল মুতলিব (৩৫) মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে মারা গেছেন। নিহতের লাশ সন্ধ্যার দিকে তার নিজ বাড়ীতে নিয়ে আসলে আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফারুক আহমদ হত্যাকান্ডের সাথে জড়িত এজাহার ভুক্ত আসামী একই গ্রামের মৃত মুখলেছুর রহমানের পুত্র রাহেল আহমদ কাজাই (২০) কে গত সোমবার গ্রেফতার করেছেন। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বড়বন্দ ১ম খন্ড গ্রামের কুটি মিয়া ও বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামের মামুন রশিদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাত অনুমান ১০টার দিকে মামুন রশিদ স্থানীয় সুরইঘাট বাজার থেকে বাড়ী ফেরার পথে সুরইঘাট চতুল রাস্তার বড়বন্দ গ্রামের করুনা দিঘীরপাড়ে আসামাত্র প্রতিপক্ষ  কুটি মিয়া গংরা ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় বাজার থেকে বাড়ী ফেরার পথে ঘটনা দেখে মামুন রশিদকে রক্ষা করার জন্য আব্দুল মুতলিব এগিয়ে আসলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল মুতলিবকে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। আশংকা জনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট সিওমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে ৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল মুতলিব মঙ্গলবার বিকেলে মারা যান। অন্যকে প্রাণে রক্ষা করতে এগিয়ে এসে হামলাকারীদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার আব্দুল মুতলিবের লাশ দেখতে তার বাড়ীতে এলাকার সর্বস্তরের মানুষ সমবেত হন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা নিহতের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দিয়ে বলেন, যারা আব্দুল মুতলিবকে অন্যায় ভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফারুক আহমদ জানিয়েছেন, আব্দুল মুতলিব গুরুতর আহতের ঘটনায় তার নিকটাত্মীয় হামিদা বেগম বাদী হয়ে থানায় ঘটনার পর ১১জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলার আসামী রুহেল আহমদকে সোমবার গ্রেফতার করা হয়েছে। মামলাটি আইনী প্রক্রিয়ার মাধ্যমে হত্যা মামলায় অর্ন্তভুক্ত করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়