Friday, October 7

বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন ওম পুরি

বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন ওম পুরি

বিনোদন ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর মৃত জওয়ানদের বিষয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ওম পুরি৷ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পাক অভিনেতাদের ভারতে ব্যান করার বিষয়ে আলোচনা করতে গিয়ে এদিন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ খোলেন অভিনেতা৷

ওম পুরি বলেন, “পাক অভিনেতা-অভিনেত্রীরা ভারতে কাজ করতে এসেছেন বৈধ ভিসা নিয়ে৷ তাদের কাজ করতে না দেওয়ার আমরা কে? যদি একান্তই ভারত সরকার তাদের এদেশে কাজ করতে দিতে না চান তবে তাদের ভিসা বাতিল করে দেওয়া হোক৷”

তিনি আরও বলেন, “যারা মারা গিয়েছেন, তাদের সেনাবাহিনীতে যোগ দিতে কে বলেছে? নিজেদের হাতে বন্দুক তুলে নিতে কে বলেছে? আপনাদের জন্য ভারত-পাকিস্তান সম্পর্ক ইসরায়েল-প্যালেস্টাইনের মতো হয়ে যাবে, যারা ক্রমাগত লড়াই করতে থাকবে৷”

তার এই মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করে গোটা ইন্ডাস্ট্রিতে৷ এরপর তার বিরুদ্ধে এফ আই আর করেন একজন আইনজীবি৷ আর ঠিক তখনই এমন কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমাও চাইলেন ওম পুরি৷

ওম পুরি বলেন, 'এরূপ মন্তব্যের কারণে আমি খুবই লজ্জিত, আমার শাস্তি দরকার, ক্ষমা নয়। আমি মৃত সেনা জওয়ানদের পরিবারের কাছে ক্ষমা চাইছি।'

তবে তার এই ক্ষমা চাওয়া কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারে কিনা দেখা যাক৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়