Sunday, October 16

কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী ইসলাম উদ্দিন সহ দু’জন গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক: গত শনিবার কানাইঘাট বাজার থেকে রাতে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের স্বশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী পাথর ব্যবসায়ী হাফিজ ইসলাম উদ্দিন (৪৪) ও তার সঙ্গী ব্যবসায়ী হারুন রশিদ (৫৫)। দু’জনকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে নগদ ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে রাতেই কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় হামলাকারী ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে গতকাল রবিবার কানাইঘাট থানায় বাদী হয়ে অভিযোগ দিয়েছেন আহত মেয়র প্রার্থী ইসলাম উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়