Thursday, October 13

কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার বেড়েছে


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে ভারতে মানব পাচার বৃদ্ধি পেয়েছে। একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে নারী পুরুষ ও শিশুদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যে পাঠিয়ে থাকে। গত ১০ দিনের ব্যবধানে অবৈধ ভাবে দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশের ভূখন্ড থেকে পাচারকারী চক্রের এক দলনেতা সহ নারী, পুরুষ ও শিশু সহ ১৩জনকে কানাইঘাট দনা বিজিবি ক্যাম্পের জওয়ানরা আটক করে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়। সর্ব শেষ গত বুধবার বিকেল অনুমান ৫টায় বাংলাদেশের দনা সীমান্তবর্তী ১৭২৫ মেইন পীলারের রাতাছড়া থেকে অবৈধ ভাবে ভারতে মানব পাচারের সময় দনা বিজিবি ক্যাম্পের টহল রত জওয়ানরা বিয়ানীবাজার উপজেলার নারী পুরুষ সহ ৮ জনকে আটক করে। পরে আটককৃতদের বিজিবি জওয়ানরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে হাজির করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় আটককৃতদের ৫হাজার টাকা করে জন প্রতি জরিমানা অনাদায়ে ১ মাসের সাজার রায় প্রদান করেন। পরে আটককৃতরা জরিমানার টাকা পরিশোধ করে মুসলেখার মাধ্যমে ছাড়া পায়। বিজিবির হাতে আটককৃতরা হলো বিয়ানীবাজার উপজেলার বৈরাগী গ্রামের নিজাম উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৪০), একই গ্রামের রিয়াজুল হকের স্ত্রী ফরিদা বেগম (১৮), আনোয়ার হোসেনের শিশু মেয়ে সুলতানা বেগম (১০) ও পুত্র সামছুল হোসেন (১২), ইমরান হোসেন (০৭), রোকশানা (০৫), রিয়াজুল হকের মেয়ে আয়শা সিদ্দিকা, আয়শা সিদ্দিকার ৯ মাসের শিশু ছেলে সালমান হোসেন। এদের সবাইকে দালাল চক্র ভারতে লোভনীয় কাজের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা করেছিল বলে দনা বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়