কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলা জাতীয় পার্টি নেতা ও ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্বাস উদ্দিন ও লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি জাতীয় পার্টি নেতা রায়হান উদ্দিন একটি মামলায় গত মঙ্গলবার কানাইঘাট থানা পুলিশের হাতে আটক হয়ে ছিলেন। পরদিন বুধবার তারা আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। এদিকে জাপার দুই নেতার মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার রাত ৮টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাতীয় পার্টির উদ্যেগে এক প্রতিবাদ সভা লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি জাতীয় পার্টির সভাপতি আবু হাসান ভুইয়া এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় স্থানীয় কান্দলা নয়াবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি নেতা আব্বাস উদ্দিন,রায়হান উদ্দিন, ইউপি জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক বিলাল আহমদ গাজী, সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, জাপা নেতা আব্দুল মুতাল্লিব সরকার, ৯নং ওয়ার্ড জাপা সভাপতি ফারুক আহমদ, ৬নং ওয়ার্ড জাপার সভাপতি আলতাফ হোসেন, ৮নং ওয়ার্ড জাপার সভাপতি মঈন উদ্দিন, সহ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস উদ্দিন, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, জাপা নেতা আবুল কালাম, হাসন আহমদ, আমজাদ হোসেন, শাহিন আহমদ, আলতাফ হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা উক্ত মামলাটি প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়