Tuesday, October 4

হাইতিতে শক্তিশালী ম্যাথিউ'র আঘাত, নিহত ১

হাইতিতে শক্তিশালী ম্যাথিউ'র আঘাত, নিহত ১

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঘন্টায় ১৪৫ কিলোমিটার বেগে হাইতি উপকূলে আঘাত হেনেছে  শক্তিশালী হারিকেন 'ম্যাথিউ'। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন। বেশকিছু বাড়িঘরও বিধ্বস্ত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সমুদ্র তীরবর্তী শহর পোর্ট সালুতে জলোচ্ছ্বাসে একটি বাড়ি ভেসে গিয়ে একজন নিহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে হারিকেন ম্যাথিউ হাইতির দক্ষিণ- পশ্চিম উপকূলে আঘাত হেনেছে।

ম্যাথিউর প্রভাবে এরই মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে 'জীবনের জন্য হুমকি' সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার।

হাইতির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসেলেম প্রাইভার্ট ঝড়ে এরই মধ্যে বেশ কয়জনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'যারা সমুদ্রে গিয়েছিল তাদের অনেকে নিখোঁজ রয়েছে'। তারা ঝড়ের আগাম সতর্কবার্তা অবজ্ঞা করেছে এবং জীবন হারিয়েছে।

ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতির বাসিন্দাদের প্রায়ই বন্যা মোকাবেলা করতে হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়