Friday, October 14

আগামীকাল মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

আগামীকাল মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

কানাইঘাট নিউজ ডেস্ক: দীর্ঘ ১১ দিন পর আবারো মাঠে গড়াচ্ছে স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’। লা লিগায় আগামীকাল মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ ডের্পোতিভো লা করুনা। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। নিজেদের মাঠে বার্সেলোনা খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে আর প্রতিপক্ষের মাঠে রিয়ালের খেলা রাত পৌনে ১টায়।

বার্সেলোনা এই মৌসুেম ৭ খেলায় মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে। আর ২টি ম্যাচে লজ্জার হার ও ১টি’তে ড্র করে তারা। ফলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। দলের এমন পারফরমেন্সে হতাশ কোচ লুইস এনরিকে, ‘প্রথম সাত ম্যাচে দল শতভাগ ভালো খেলতে পারেনি। আগের ম্যাচে সেল্টা ভিগোর কাছে বাজেভাবে হেরেছি। ওই ম্যাচটি জিততে পারলে এখন ভালো অবস্থাতেই থাকাতে পারতাম আমরা। তাই আবারো জয়ের ধারায় ফিরতে চাই। আশা করছি, লিগের পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফুটবল খেলবে দল। লিগের অষ্টম ম্যাচ দিয়ে এই যাত্রা শুরু হোক।’

এই ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ডেপোর্তিভো লা করুনা। ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে রয়েছে তারা। কাগজে কলমে বার্সেলোনার চেয়ে শক্তির বিচারে বেশ পিছিয়ে ডেপোর্তিভো। কিন্তু বর্তমানে নিজেদের ফর্মের বিচারে নিজেদের নিয়েই বেশ চিন্তিত বার্সা শিবির।

তবে ইনজুরি কাটিয়ে বার্সেলোনার সাথে অনুশীলন করছেন লিওলেন মেসি।

বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৭ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে তারা। কিন্তু শেষ তিন ম্যাচে রিয়ালের যা পারফরমেন্স তাতে হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান। লা-লিগায় শেষ তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছে গ্যালাকটিকোরা।

তাই লিগের শুরুটা ভালো করেও, তা ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে লিগের পরের ম্যাচগুলোতে ভালো করা ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ জিদান, ‘শেষ তিন ম্যাচে আমরা ভালো করতে পারিনি। এভাবে খারাপ খেলাটা হতাশাজনকই ছিলো। তবে ছেলেরা ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু প্রতিপক্ষ অনেক বেশি ভালো খেলেছে। তবে আমরা ঘুড়ে দাঁড়াবো, এটাই প্রত্যাশা।’

৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে রিয়াল বেটিস। তারপরও প্রতিপক্ষ রিয়াল বেটিসকে বেশ সর্তক গ্যালাকটিকো কোচ জিদান, ‘অনেক দিন পর একসাথে দল খেলতে নামছে। তাই কিছ্টুা সমস্যা হতে পারে। তবে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের। দল হিসেবে বেটিস কেমন, এসব নিয়ে ভাবতে চাই না আমরা। প্রতিপক্ষকে নিয়ে আমরা সর্তক থাকবো। কারণ খেলাটা তাদের মাঠেই। আমরা সেরা ফুটবলই খেলার চেষ্টা করবো।’

দুই জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচের দিন মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়ালের সাথে পয়েন্ট সমান ১৫ হলেও, গোল গড়ে এগিয়ে শীর্ষেই আছে অ্যাথলেটিকো।

শীর্ষস্থান ধরে রাখার মিশনেই খেলতে নামছে অ্যাথলেটিকো। নিজেদের মাঠে গ্রানাডার বিপক্ষে লড়বে তারা। তাই জয়ের লক্ষ্যেই দল মাঠে নামবে বলে জানান অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে, ‘দলের পারফরমেন্সে আমি খুশি। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে আমাদের। শীর্ষস্থান ধরে রাখতে পারলেই, লক্ষ্য পূরণ হবে। তাই গ্রানাডার বিপক্ষেও জয়ের জন্য মাঠে নামবে দল।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়