Saturday, October 1

কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক জগদীশ চন্দ্র দেবনাথ বলেছেন শিক্ষার্থীদের আগামীদিনের আলোকিত মানুষ হতে হলে দেশপ্রেমে জাগ্রত হতে হবে। নিজেদের জীবন বিকশিত করার জন্য লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সব ধরনের খারাপ কাজ বর্জন করে সু-শিক্ষায় শিক্ষিত হতে পারলেই তোমরা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সবদিক থেকে অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি আরো বলেন, তোমরাই পারবে আগামীর ভবিষ্যতকে সুন্দর করে গড়ে তুলতে। জগদীশ চন্দ্র দেবনাথ শনিবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মইনুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রাক্তন ছাত্র পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, স্কুলের সহকারী শিক্ষক হোসেন আহমদ, আবুল কালাম আজাদ চৌধুরী, অলক রঞ্জন পাল, আব্দুশ শুক্কুর, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, স্কুল স্টুডেন্ট কেবিনেট প্রধান প্রতিনিধি সুলতান আহমদ, দিবস উদ্যাপন কমিটির প্রধান মাহফুজুল ইসলাম প্রমুখ। স্কুলের শিক্ষক সংকটের কথা তুলে ধরে জগদীশ চন্দ্র দেবনাথ বলেন, সিলেটের সরকারী উচ্চ বিদ্যালয়গুলোতে শীঘ্রই শিক্ষকে শূন্য পদ পূরণ করা হবে। জগদীশ চন্দ্র দেবনাথ আরো বলেন, আমি কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। এ প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, সাংস্কৃতিক কর্মকান্ডে তাদের পারফরমেন্স অত্যন্ত প্রশংসনীয়। তারা আগামী দিনের জেএসসি ও এসএসসি পরীক্ষায় আরো ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। অনুষ্ঠানে মাঝে মধ্যে ক্রীড়া শিক্ষক ব্রজ মোহন সিংহের নেতৃত্বে স্কুলের সাংস্কৃতিক দল চমৎকার দেশাত্ম বোধক উদ্দীপনা মূরক গান, কৌতুক, নাটিকা প্রদর্শন করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখে। অনুষ্ঠান শেষে স্কুলের কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়