Thursday, October 20

ময়মনসিংহে অসুস্থ মাকে রাস্তায় ফেলে গেছে সন্তানরা!


কানাইঘাট নিউজ ডেস্ক: চিকিৎসার ভার বইতে অস্বীকার করে অসুস্থ মাকে (৬৫) রাস্তায় ফেলে গেছে সন্তানরা। বৃহস্পবতিবার ষাটোর্ধ্ব এ নারীর করুণ এ দৃশ্যটি আলম ফরাজী নামের স্থানীয় এক সাংবাদিকের নজরে আসে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের মধ্য বাশঁহাটি গ্রামের হাইওয়ে রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধার নাম ঠগর রানী সাহা। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নিতাই সাহার স্ত্রী । হাসপাতালে কাতরাতে কাতরাতে তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন অসুস্থ থাকায় তার সন্তানেরা চিকিৎসা না করে তাকে রাস্তার পাশে ফেলে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তাজুল ইসলাম খান জানান, দীর্ঘদিন তার চিকিৎসা না হওয়ায় শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।
 সূত্র:দৈনিক যুগান্তর

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়