নিজস্ব প্রতিবেদক:
'দোষারূপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে' এ স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে এক আলোচনা সভা শনিবার বিকেল ৪টায় ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা নিসচা’র সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা নিসচার সহসভাপতি সাংবাদিক জামাল উদ্দিন, আব্দুন নুর, নিসচার সদস্য জাহিদ হাসান, আলমাছ উদ্দিন, কিবরিয়া, আব্দুল্লাহ, সমির উদ্দিন, সুহেল আহমদ, ফয়ছল আহমদ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন,অদক্ষ চালক সহ নানা কারনে প্রতিদিন সড়ক দূর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরন করছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়