Friday, October 14

খাদিজার হামলাকারীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

খাদিজার হামলাকারীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলা কারির কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, 'হামলাকারি যে দলেরই হোক তার কঠোর শাস্তি নিশ্চত করা হবে। অপরাধ যে করবে সে অপরাধী, অপরাধী কোন দলের হতে পারে না।'

নাসিম বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সন্ত্রাসী হামলায় আহত খাদিজা বেগমকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময়ে তিনি ডাক্তারদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সকল হত্যাকারির বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা নিজ দলের লোকদেরও ছাড় দেননি। বিশ্বজিৎ হত্যার সাথে জড়িতদের বিচার হয়েছে। খাদিজার ওপর হামলাকারিরও সঠিক বিচার হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদিজার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। কলেজ ছাত্রী খাদিজা বেগমের চিকিৎসার সকল ব্যয় বহন করা হবে। খাদিজার চিকিৎসার সকল ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রদান করা হবে।

উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে বিদেশে নেয়া হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন, বিদেশে নেবার এখন প্রয়োজন নেই। খাদিজার অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তবে যদি নিতে হয় সে ব্যয়ও সরকার বহন করবে বলেও জানান মন্ত্রী।

এ সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়