Sunday, October 9

খাদিজার বাড়িতে শাবি প্রশাসন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার ঘটনায় গুরুতর আহত খাদিজার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। খাদিজাকে কোপানোর দায়ে আটক বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। এ ঘটনায় বিশ^বিদ্যালয় প্রশাসন ও অর্থনীতি বিভাগ সাময়িক বহিষ্কার করেছে বদরুলকে। শনিবার সন্ধ্যায় শাবি প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদারের নেতৃত্বে খাদিজার গ্রামের বাড়ি সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের আউশা গ্রামে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সামিউল ইসলাম। খাদিজার বাড়িতে যাওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক ড. জহির বিন আলম, প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, খাদিজা’র উপর নৃশংস হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি সদস্য ড. মুনশী নাছের ইবনে আফজাল, সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম, আবু হেনা পহিল, সহকারী প্রশাসনিক (নিরাপত্তা) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় শাবি প্রশাসন খাদিজার পরিবারের খোঁজ-খবর নেন। বিশ্ববিদ্যালয় সর্বদাই খাদিজা ও তার পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়