কানাইঘাট নিউজ ডেস্ক:
সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের
পরামর্শ ও সহযোগিতা নিয়েই দল চালাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নব
নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের ২০তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরদিন আজ সোমবার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের।
সৈয়দ আশরাফ প্রসঙ্গে তিনি বলেন, 'আজও কেবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার কাছে অবাক লাগলো, তিনি সবকিছু এতো ইজিলি নিয়েছেন। তার মুখমণ্ডলে বিচলিতভাব বা কোনো ধরনের হতাশা আমি দেখিনি। বরং আজ তাকে আরও বেশি প্রাণবন্ত বলে মনে হয়েছে আমার। এটাই আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগের রাজনীতির বিউটি।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমার পূর্বসূরি, আমার অগ্রদূত সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।'
দলে বিভেদ সৃষ্টি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু বিভেদ হবে না। কাদের বলেন, আমি সব সময় পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে রাজনীতি করেছি। কোনো সময় আঞ্চলিক রাজনীতি করিনি। এখানে (রাজনীতি) আমার একটা কমিটমেন্ট আছে। আমি এর বাইরে যেতে পারি না।
কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য চমক নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কাদের। তিনি বলেন, “চমক এটাই ছিল, সৈয়দ আশরাফুল ইসলাম আমার নাম প্রস্তাব করেছে। এটাই হল শেখ হাসিনা।”
ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে পার্টিতে মধ্যে কোনো অনৈক্য বিভেদ প্রশ্রয় পাবে না। তার নির্দেশনার বাইরে কেউ কিছু করবে না।'
দলের ২০তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরদিন আজ সোমবার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের।
সৈয়দ আশরাফ প্রসঙ্গে তিনি বলেন, 'আজও কেবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার কাছে অবাক লাগলো, তিনি সবকিছু এতো ইজিলি নিয়েছেন। তার মুখমণ্ডলে বিচলিতভাব বা কোনো ধরনের হতাশা আমি দেখিনি। বরং আজ তাকে আরও বেশি প্রাণবন্ত বলে মনে হয়েছে আমার। এটাই আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগের রাজনীতির বিউটি।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমার পূর্বসূরি, আমার অগ্রদূত সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।'
দলে বিভেদ সৃষ্টি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু বিভেদ হবে না। কাদের বলেন, আমি সব সময় পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে রাজনীতি করেছি। কোনো সময় আঞ্চলিক রাজনীতি করিনি। এখানে (রাজনীতি) আমার একটা কমিটমেন্ট আছে। আমি এর বাইরে যেতে পারি না।
কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য চমক নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কাদের। তিনি বলেন, “চমক এটাই ছিল, সৈয়দ আশরাফুল ইসলাম আমার নাম প্রস্তাব করেছে। এটাই হল শেখ হাসিনা।”
ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে পার্টিতে মধ্যে কোনো অনৈক্য বিভেদ প্রশ্রয় পাবে না। তার নির্দেশনার বাইরে কেউ কিছু করবে না।'
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়