Monday, October 24

বাংলাদেশ থেকে হৃদরোগের ওষুধ কিনবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে হৃদরোগের ওষুধ কিনবে যুক্তরাষ্ট্র
কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির অনুমোদন পাওয়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কিন বাজারে আরও এক দফা এগিয়ে গেল। দেশটিতে দ্বিতীয় পণ্যের অনুমোদন পেয়েছে কোম্পানিটি।

এবার মার্কিন ওষুধ প্রশাসন থেকে বেক্সিমকো ফার্মার হৃদরোগের সঙ্গে সম্পৃক্ত একটি ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ পণ্যটির নাম বেটাপেস এর জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রক্লোরাইড। এর আগে গত বছরের মাঝামাঝিতে হাইপারটেনশনের ওষুধ কার্ভোডিলল রপ্তানির অনুমোদন পায় বেক্সিমকো।

কোম্পানি সূত্র জানিয়েছে, এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মা এখন বিভিন্ন মাত্রার (৮০ মি.গ্রা., ১২০ ও ১৬০ মি.গ্রা) সোটালোল ট্যাবলেট উৎপাদন করতে পারবে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সোটালোল ট্যাবলেট বাজারজাত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

জানা গেছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টেভা, কোয়ালিটেস্ট, এ্যাপোটেক্স এবং স্যানডোজ নামের চারটি কোম্পানির সোটালোল জেনেরিক ট্যাবলেট বাজারে চালু রয়েছে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের দ্বিতীয় পণ্য অনুমোদন লাভ করা আমাদের জন্য বড় সুখবর। সোটালোল সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব পণ্য।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে কার্ভোডিলল রপ্তানি করে আসছি। এটা দ্বিতীয় পণ্য হিসেবে অনুমোদন পেল। আরও অনেক পণ্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়