Tuesday, October 18

জলবায়ু খাতে ২০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক


কানাইঘাট নিউজ ডেস্ক: উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম বলেছেন, দুর্নীতির প্রশ্নে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি চলমান রয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে আয়োজিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় বিশ্বব্যাংক। ভবিষ্যতে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পগুলোতে কোনো দুর্নীতি হলে কি করা হবে এমন প্রশ্নের জবাবে জিম ইয়াং কিম বলেন, বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি যেন না হয়, সে বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রসংসা করে তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ খুবই উজ্জল। বাংলাদেশ অনেকগুলো লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে বেশকিছু পদক্ষেপ বাংলাদেশ হাতে নিয়েছে। যা পজেটিভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়