কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার কাইয়া-কাইড় বাজারে (নয়া বাজার) ‘আজদর আলী’ নামের এক নৈশপ্রহরী খুন হয়েছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে এ ঘটনাটি ঘটে।
নিহত আজদর আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাইয়া-কাইড় বাজারে অস্থায়ী নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত আজদর আলী দীর্ঘদিন ধরে সপরিবারে বিশ্বনাথে বসবাস করে আসছে। শুক্রবার ভোরে বাজারের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা মসজিদের অযুখানায় আজদর আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীর ধারণা নৈশপ্রহরী আজদর আলী নামাজ পড়ার জন্য অযুখানায় অযু করতে আসলে দুর্বৃত্তরা হয়তো একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। তবে কি কারণে নৈশপ্রহরীকে খুন করা হতে পারে তা জানা যায়নি।
নৈশপ্রহরী আজদর আলী দুর্বৃত্তদের হামলায় খুন হওয়ার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন- ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়