কানাইঘাট নিউজ ডেস্ক:
'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ রণবীর-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ক্ষোভ রয়েছে
বচ্চন পরিবারের অন্দরেও। ঐশ্বরিয়া নাকি নিজেই করণকে বেশ কিছু দৃশ্য বাদ
দিতে অনুরোধ করেছিলেন। তবে এবার নাম না করে সেই ইস্যুতেই কি পুত্রবধূকে
বিঁধলেন জয়া বচ্চন?
বলিউডের একটা বড় অংশের মত, রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোনও ভাবেই মেনে নিতে পারেনি বচ্চন পরিবার। তারই প্রতিফলন দেখা গেল জয়ার কথায়।
সম্প্রতি ১৮তম মামি মুম্বই ফিল্ম ফেস্টিভালে জয়া বলেন, আগে পরিচালকরা ছবিতে তাদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। অ্যাফেকশন এখন খোলাখুলি ভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যে। শুধু ১০০ কোটির বক্স অফিস সাফল্যটাই আসল। এ সব দেখে আমার খুব কষ্ট হয়। যদিও একবারও ঐশ্বরিয়া নাম করে কোনও কথা বলেননি জয়া।
বলিউডের একটা বড় অংশের মত, রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোনও ভাবেই মেনে নিতে পারেনি বচ্চন পরিবার। তারই প্রতিফলন দেখা গেল জয়ার কথায়।
সম্প্রতি ১৮তম মামি মুম্বই ফিল্ম ফেস্টিভালে জয়া বলেন, আগে পরিচালকরা ছবিতে তাদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। অ্যাফেকশন এখন খোলাখুলি ভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যে। শুধু ১০০ কোটির বক্স অফিস সাফল্যটাই আসল। এ সব দেখে আমার খুব কষ্ট হয়। যদিও একবারও ঐশ্বরিয়া নাম করে কোনও কথা বলেননি জয়া।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়