Wednesday, October 19

কানাইঘাটে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন অটোরিক্সা সিএনজি চালক কানাইঘাট পৌরসভার বায়মপুর গৌরিপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র কানাইঘাট বাজারের জেনারেটর ব্যবসায়ী কামাল উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় কানাইঘাট দক্ষিণ বাজার শাখা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি হাদে হোসেন (৩৫) ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সহ ১৫ জন অটোরিক্সা সিএনজি চালককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আহতের পিতা আব্দুল আহাদ বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৩, তাং- ১৮/১০/২০১৬ইং। বর্তমানে মুমুর্ষু অবস্থায় কামাল উদ্দিন সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অটোরিক্সা সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা হওয়ায় সিএনজি চালকরা গ্রেফতারের ভয়ে বর্তমানে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার পর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ রোডে সিএনজি চলাচল একেবারে সীমিত হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কানাইঘাট থানা পুলিশ মামলার আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে সাড়াশী অভিযান শুরু করায় চালকদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। এদিকে বুধবার বিকেল ৪টায় কানাইঘাট মনসুরিয়া পয়েন্টে কয়েকশ’ অটোরিক্সা সিএনজি চালকদের নিয়ে এক সভা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় গত সোমবার কামাল উদ্দিনকে যারা কুপিয়ে আহত করেছে এ ঘটনার সাথে কানাইঘাট দক্ষিণ বাজার শাখা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আমাদের আপত্তি নেই। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই ব্যাপারে থানা প্রশাসনকে সহযোগিতা করতে চায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু সমিতির নিরাপরাধ নেতৃবৃন্দের মামলায় আসামী করায় সিএনজি চালকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অধিকাংশ সিএনজি চালক জানিয়েছেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজন নির্দোষ। কিন্তু তারপরও তাদের মামলায় আসামী করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়