Friday, September 2

ফ্লোরিডার হারিকেন ‘হারমাইন’ আঘাত হেনেছে

ফ্লোরিডার হারিকেন ‘হারমাইন’ আঘাত হেনেছে

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ফ্লোরিডায় হারিকেন হারমাইন আঘাত হেনেছে। ১১ বছরে এই প্রথম কোন হারিকেন ফ্লোরিডায় আঘাত হানলো।

শুক্রবার সকালে ফ্লোরিডার সমুদ্র উপকূলে হারমাইন নাম্বার ওয়ান ক্যাটাগরির হারিকেন হিসেবে ভারী জলোচ্ছ্বাস সহ আঘাত হানে।

এর আগে গভর্নর রিক স্কট রাজ্যের ৫১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় অধিবাসীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দমকা হওয়ার গতি ছিল ঘণ্টায় ১৩০ কিমি বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

আবহাওয়া অধিদপ্তর শহরের মানুষদের আকস্মিক বন্যার সতর্কতাবানী দিয়েছেন এবং তাদের উঁচু জায়গায় যাওয়ার জন্য তাড়া দিয়েছেন।

ফ্লোরিডার রাজধানী টালাহাসির পুলিশ প্রধান ভার্জিল স্যান্ডলিন জানান, এতে চারিদিক লন্ডভন্ড হয়ে গেছে। অনেক জায়গায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

শহর কতৃপক্ষ জানায়, টালাহাসিতে পকমপক্ষে ৭০ হাজার ঘর বিদ্যুতহীন হয়ে পড়েছে।
 
এর আগে ২০০৫ সালের অক্টোবরে হারিকেন উইলমা ফ্লোরিডায় আঘাত হানে। একই বছর হারিকেন ক্যাটরিনার আঘাতে ৫ জনের মৃত্যু এবং ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি করে। সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়