Friday, September 30

‘সম্মেলনে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না’

‘সম্মেলনে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না’

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে আমন্ত্রণ জনানো হলেও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না। দলটির পক্ষ থেকে বলা হয়, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে সংসদে প্রকাশ্যে কথা বলে, সেই পাকিস্তানকে দাওয়াত করবেন না তারা।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

অক্টোবরের ২২ ও ২৩ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘কয়েকটি পত্রিকায় নিউজ এসেছে, পাকিস্তান থেকে নাকি কয়েকজন আসছে। পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে প্রকাশ্যে পার্লামেন্টে কথা বলে, সেই পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করে নাই, করবেও না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়