কানাইঘাট নিউজ ডেস্ক:
মাংস খেয়ে ঈদ উদযাপন করবেন কারাবন্দীরাও। ঈদের দিনগত রাতে কুরবানি পশুর মাংস থাকবে তাদের খাবার মেন্যুতে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকালে কারাগারের মাঠে ঈদের জামাতে নামাজ পড়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপন শুরু করে কারাবন্দীরা। এর পরপরই কারাগারের ভেতরে পশু কুরবানি করা হয়। জামাত শেষে বন্দীদের মুড়ি-পায়েস দিয়ে বরণ করে কারাগার কর্তৃপক্ষ। এছাড়া দুপুরের মেন্যুতে সাদা ভাত, রুই মাছ আর আলুর দম রয়েছে।
রাতের বিশেষ মেনুতে বন্দীদের জন্য রয়েছে পোলাও, কুরবানি পশুর মাংস। যারা গরুর মাংস খান না তাদের খাসীর মাংস দেয়া হবে। এছাড়াও রাতে মেন্যুতে থাকবে ডিম, মিষ্টি এবং পান-সুপারি। এছাড়া পরিবারের সদস্যদের পাঠানো খাবার খেতে পারবেন বন্দীরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগার জেল সুপার নেছার আলম বলেন, ঈদ উপলক্ষে বন্দীরা কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের আনা খাবার খেতে পারবেন।
এদিকে, এবারই প্রথমবারের মতো কেরানীগঞ্জের নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ উদযাপন করবেন বন্দীরা। বর্তমানে এই কারাগারটিতে মোট সাড়ে ৬ হাজার বন্দী রয়েছেন।
Tuesday, September 13
এ সম্পর্কিত আরও খবর
সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেইরহমত আলী হেলালী:জীবদ্দশায় একাধারে দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী
আলোকিত জীবন গড়ার মাস রমজান রমজান মাস সাধনার আগুনে খাঁটি হওয়ার সুবর্ণ সময়। পবিত্র রমজানে মুসলমানের জীবন-জীবিকার সর্বত্র স
অসমাপ্ত মেসেজ হারাবে না হোয়াটসঅ্যাপে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এসেছে ‘মেসেজ ড্রাফট’। এর ফলে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ
আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নি
কঠিন বিপদে যে দোয়া পড়েছিলেন ইব্রাহিম (আ.) ও মুহাম্মাদ (সা.) ইসলামের শিক্ষা হলো, ভালো ও খারাপ সব অবস্থায় মহান রাব্বুল আলামিন আল্লাহর ওপর ভরসা করতে হব
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়