Friday, August 26

ইংল্যান্ড সিরিজের জন্য দোয়া চাইলেন মাশরাফি

ইংল্যান্ড সিরিজের জন্য দোয়া চাইলেন মাশরাফি

কানাইঘাট নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন ধরে অনিশ্চয়তায় থাকার পর অবশেষে বাংলাদেশে ইংল্যান্ড সফর নিয়ে হতাশা দূর হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইসিবি।

আগামী ৩০ সেপ্টেম্বরেই আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এ খবরে স্বস্তির নিশ্বাস ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশের ক্রিকেটাররাও।

এ উপলক্ষে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে বাংলাদেশ দলের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই সুসংবাদে তার মতামত ব্যক্ত করেন।

প্রাণ আয়োজিত 'ওয়াকাথন' অনুষ্ঠানে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসা প্রসঙ্গে মাশরাফি বলেন,  ''খবরটি নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।''

প্রথম প্রস্তুতি ম্যাচে হাতে গোনা দুই-একজন ছাড়া সব ব্যাটসম্যানরাই ব্যর্থ ছিলেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ''প্রস্তুতি ম্যাচ হলেও সিরিয়াসলি খেলতে হবে।''

ম্যারাথনের আদলে শুক্রবার (২৬ আগস্ট) এই হাঁটার প্রতিযোগিতা আয়োজন করে প্রাণ। তবে প্রধান উদ্দেশ্য ছিল বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের তহবিলের ব্যবস্থা করা। ক্রিকেট নিয়ে আর তেমন কিছু না বললেও 'ওয়াকাথন' আয়োজনের প্রশংসা করে বলেন, ''জাতিগতভাবে আমরা শরীরের ব্যাপারে সচেতন না। খাদ্যাভ্যাস নিয়েও নয়। মানুষের নিয়ম করে হাঁটা উচিত।''

এদিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান মাশরাফি। তিনি বলেন, ''বাংলাদেশ ক্রিকেটের উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ ইংল্যান্ড ক্রিকেট। আশাকরি, আমরা উত্তেজনাকর ম্যাচের মাধ্যমে ক্রিকেটের সত্যিকারের সৌন্দর্য্য ক্রিকেটপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের মাঝে উচ্ছ্বাস এনে দিতে পারবো।''

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়