কানাইঘাট নিউজ ডেস্ক:
হোসাইন মোহাম্মদ তাহির জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তার বয়স ৫ বছর। রেডিও শুনে শুনে তাহির কোরআন মুখস্ত করেছেন। মিয়ানমারের এই শিশু বাবার সঙ্গে জেদ্দা থাকেন। ছেলে জন্মান্ধ হওয়ায় বাবা তাকে রেডিও কিনে দিয়েছেন। কারণ ছেলে টিভি দেখতে পারে না।
তাহিরের বাবা বলেন, তাহিরের জন্য একটি ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে দিয়েছি। ৭ দিনে ২৪ ঘন্টা কোরআন পাঠের সম্প্রচার হয় এমন একটি রেডিও স্টেশন সব সময় শোনা যায়। এর মাধ্যমে আমার সন্তান রেডিও শুনতে অভ্যস্ত হয়।
তিনি বলেন, আমি কখনো মনে করিনি আমার ছেলে তাহির রেডিওর মাধ্যমে উপকৃত হবে। সে যে রেডিও শুনে শুনে পবিত্র গ্রন্থ কোরআন মুখস্ত করতে পারে আমার ধারণা ও উপলব্ধিও ছিল না। ছেলেটি তার বাবাকে জেদ্দা থেকে মক্কা নিয়ে যেতে বলছে এবং সে মহানবী (সা:)র মসজিদে যেতে চায়।
এরপর তাকে সেই পবিত্র মসজিদে নেয়া হলে তাহির আল বাকারা সূরার একটি অংশ পাঠ করতে থাকে। সন্তানের এমন কর্ম দেথে মুগ্ধ হন বাবা। আরব নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে
Thursday, August 18
এ সম্পর্কিত আরও খবর
সূরা আরাফে শয়তানের অভিশপ্ত হওয়ার বর্ণনা শয়তানের সঙ্গে মানুষের শত্রুতার সূচনা সৃষ্টির শুরু থেকে। আল্লাহ তায়ালা যখন মানুষ অর্থাৎ আদিপিত
যে কারণে আমাদের নামাজ গোনাহ থেকে ফেরায় না প্রিয় পাঠক,ঢাকা টাইমসের আয়োজনে আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের ২১তম পারা থেকে ধারাবাহিক তাফসি
জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে যে ৪ হাদিসেকানাইঘাট নিউজ ডেস্ক:মুসলমানদের কাছে জুমাবার অপরিসীম ফজিলতের। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এদিনের সওয়াব-মর্
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ দেশে ফিরেছেন, ছাদখোলা বাসে সংবর্ধনা তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানব
সম্মান ও মর্যাদা বাড়ে যে-সব কাজে মানুষকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত করে। তবে এ সম্মান অর্জন ও সংরক্ষণের দায়িত্ব মানুষের। বিশেষ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়