Saturday, August 6

ড্র করাটা হারই: নেইমার

ড্র করাটা হারই: নেইমার
কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বকাপে ভালো করতে না পারলেও এবারের অলিম্পিক অসরে ভালো করার প্রত্যয় নিয়ে নেমেছিলো ব্রাজিল। নিজেদের মাঠে সেরাটাই খেলবে এমনটাই আশা করেছিলো ব্রাজিলের দর্শকরা। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হলো নেইমারদের।

দেশটির অধিনায়ক নেইমারের কাছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই ড্র হারের সমান।

ব্রাজিলিয়ায় বৃহস্পতিবার ম্যাচটি নিয়ন্ত্রণ করেছিল ব্রাজিলই। তবে দক্ষিণ আফ্রিকার জালে বল পাঠাতে ব্যর্থ হয় তারা। ১০ জনে পরিণত হওয়া দলটির সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় নেইমারদের।

সোনা জয়ের অভিযান সহজ হবে বলে কখনোই ভাবেননি নেইমার। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর ম্যাচের ফলটাও মেনে নিতে কষ্ট হচ্ছে তার।

“আমরা জানতাম, বিষয়টা এমন হবে না যে এখানে আসব আর দেশকে সোনা এনে দেব। আমাদের জন্য ড্রটা হারই। দল জয়ের জন্য খেলেছে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব জানি। আমরা এখন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো।”

“বিষয়গুলো কিভাবে জয় করা যায় তা আমাদের জানতে হবে কিন্তু আমরা স্থির থাকব এবং যত দ্রুত সম্ভব বিষয়গুলো ঠিক করে নেব যাতে রোববার (ইরাকের বিপক্ষে) আমরা ভালো একটি ম্যাচ খেলতে পারি।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়