Monday, August 8

২৫ বছর পর একসঙ্গে সঞ্জয়-মাধুরী


কানাইঘাট নিউজ ডেস্ক: ২৫ বছর পর পর্দায় একসঙ্গে হচ্ছেন সঞ্জয় দত্ত ও মাধুরী দিক্ষিত। পরিচালক বিধু বিনোদ এই জুটিকে নিয়ে আবার সিনেমা বানানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৭ সালে‘মহানতা’ সিনেমায়। বিধু বিনোদ জানিয়েছে, মাধুরী ছবিটিতে অভিনয় করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন ৷ এখন কথা চলছে সঞ্জয়ের সঙ্গে ছবিতে এক দম্পতির চরিত্রে দেখা যাবে মাধুরী ও সঞ্জয়কে ৷ এই জুটির সঙ্গে প্রেম ছিল। বলিউডে একটা সময় এমন গুঞ্জন শোনা যেতো। কিন্তু ১৯৯৩-এর মুম্বাই হামলার ঘটনায় সঞ্জয়ের জেল হওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ রাখেননি মাধুরি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়