Saturday, August 6

কোরিয়ায় ঈদ পূণর্মীলনী ও ইপিএস নবাগত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন


আব্দুল্লাহ আল মাহবুব,দক্ষিণ কোরিয়া: আমাদের সমস্যা সমাধান আমাদেরকেই করতে হবে এই স্লোগান কে সামনে রেখে ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ওরগানাজশন দক্ষিণ কোরিয়ার উজংবু সিটিতে আয়োজন করছিল ঈদ পূণর্মীলনী ও ইপিএস নবাগত সংবর্ধনা ২০১৬ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব জুলফিকার রহমান। মূলত ইপিএস এ আসা প্রবাসীদের আনন্দ বেদনা ভাগাভাগির পাশাপাশি কর্মস্থলে যাতে সুনামের সহিত কাজ করে বাংলাদেশকে বিদেশর মাটিতে ব্রান্ডিং দেশ হিসেবে উপস্থাপন করতে পারে । আমান ও আইয়ুব আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইপিএস কর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন । কোরিয়ায় বাংলাদেশীদের শ্রম বাজার আরো কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয় গুলো তুলে ধরা হয় । দ্বিতীয় পর্বে ই-৯ ভিসা থেকে কিভাবে ই-৭ ভিসা পরিবর্তন করা যায় । কিভাভে সফল উদ্যোক্তা হওয়া যায় ও কোরিয়া সমসাময়িক বিষয় যেমন কয়েক বছরের মধ্যে কোরিয়া দেশটির উন্নতি কিভাবে হল এসব বিষয় নিয়ে প্রেজেন্টেশান উপস্থাপন করেন বাংলা টেলিগ্রাফ পত্রিকার সম্পাদক জনাব সারওয়ার কমাল ,পি এইচ ডি স্টুডেন্ট জনাব আল আমিন ও ESWO সদস্য সজীব দাস ও মিজানুর রহমান জাহিদ । প্রবাসে এ ধরনের অনুষ্ঠান শ্রমবাজার ধরে রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আসা করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সেবার দিক দিয়ে অন্যতম হওয়ায় ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ওরগানাজেশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়