Saturday, August 6

‘তওবা করে জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য’


কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সঙ্গে ঐক্য চাইলে বিএনপিকে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে ছাড়তে হবে বলে জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি তওবা করে জামায়াত ছাড়লেই এ বিষয়ে বিবেচনা করা যেতে পারে।’ শনিবার বিকালে সাভারে আশুলিয়ার জামগড়া এলাকায় জঙ্গি বিরোধী সমাবেশে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নৌমন্ত্রী। গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। আর বিএনপির সঙ্গে ঐক্যের ডাক কার্যত নাকচ করে আহ্বানের আগেই জাতীয় ঐক্য হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা বিএনপির সঙ্গে ঐক্যকে নিরর্থক বলছেন। তাদের ধারণা, রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব হারানো দলটি প্রচার পেতেই জাতীয় ঐক্যের কথা বলছে। তাই তাদেরকে সে সুযোগ দিতে নারাজ ক্ষমতাসীন দল। যদিও প্রকাশ্যে নেতারা বিএনপিকে ঐক্যের স্বার্থে জামায়াত ত্যাগের আহ্বান জানাচ্ছেন। সাভারে নৌমন্ত্রী বলেন, ‘যারা ১৯৭১ ও পরে বাঙালির রক্তে হাত রঞ্জিত করেছে, বর্তমানে জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, সেই জামায়াতের সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। মন্ত্রী বলেন, ‘ভারতের সাথে চুক্তি হলেই যে দেশ বিক্রি হয়ে যাবে এমন ভাবার কোন কারণ নেই। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় ভারতীয় সেনারা বাংলাদেশের জন্য রক্ত ও জীবন দিয়েছেন। তাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। আর ভবিষ্যতে তা আরো দৃঢ় হবে।’ বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সমাবেশে মন্ত্রীর সঙ্গ ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান, কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়