Sunday, August 7

কানাইঘাটে হাজী মামদ আলী নিম্ন মাধ্যমিক স্কুলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মানবন্ধন


নিজস্ব প্রতিবেদক: দেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট বড়বন্দ হাজী মামদ আলী নিম্ন মাধ্যমিক স্কুলের উদ্যোগে এক মানববন্ধন রবিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত হয়ে সন্ত্রাস ও জঙ্গী বাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাওঃ আব্দুশ শাকুরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদ উজ্জ্বলের পরিচালনায় উক্ত মানব বন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি আব্দুল হান্নান, ম্যানেজিং কমিটির সদস্য তাজ উদ্দিন, আলহাজ্ব নাসির উদ্দিন, সেলিম উদ্দিন, আফতাব উদ্দিন, স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সালাম, সুহেল আহমদ, শাহজাহান প্রমুখ। এদিকে হাজী মামদ আলী নিম্ন মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির এক সভা গত শনিবার বিকেল ৩টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং স্কুলের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রসজ্ঞত যে, স্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বড়বন্দ গ্রাম নিবাসী সিরাজুল ইসলাম ২০১৪ইং সালে অবহেলিত ও শিক্ষা দীক্ষায় পিছিয়ে বড়বন্দ এলাকায় উক্ত স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুল প্রতিষ্ঠাত লগ্নের পর থেকে তিনি শিক্ষকদের প্রতিমাসের বেতন ভাতা এবং স্কুলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়