Friday, August 26

‘খালি শুনি আইএস, কিন্তু কোথাও পাইনি’


কানাইঘাট নিউজ ডেস্ক: বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের কোথাও আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের অস্তিত্ব নেই। দেশি জঙ্গিরাই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আইএস বলে যা প্রচার করা হচ্ছে এটা নিছক গুজব ও অপপ্রচার বলেও মনে করেন মন্ত্রী। শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশে মন্ত্রী এ কথা বলেন। সমাবেশে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালি শুনি আইএস, আইএস কিন্তু আমি নিজে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গার গ্রাম-প্রান্তর ঘুরে বেড়িয়েছি, কোথাও আইএসের কোনো নেতাকে দেখতে পাই নাই। আমাদের দেশের জঙ্গিরা কখনো হুজি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম এই সব নামে মানুষ হত্যা করছে।’ জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ জঙ্গিবাদকে দমন করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। গুলশান ও শোলাকিয়ায় আমাদের পুলিশের সদস্যরা জীবন দিয়েছে। পুলিশ জঙ্গিদের অনেককেই শনাক্ত করেছে এবং বাকিদেরও শনাক্ত করার চেষ্টা করেছে।’ কল্যাণপুরের পুলিশই অভিযানে বেঁচে যাওয়া হাসান কোনো তথ্য দিয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সে অনেক তথ্য প্রদান করেছে এবং তার তথ্য অনুযায়ী পুলিশ অনেককে শনাক্ত করতে পেরেছে। এই জঙ্গিদের সংগঠনের যে চক্র আছে তাদের ধরার জন্য অনেক তথ্য পুলিশের কাছে আছে।’ ----ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়