Saturday, August 6

শাশার সঙ্গীত ভাবনা


ঢাকা: শামাউন শাফকাত যাকে এখন সঙ্গীত ভুবনের অনেকেই শাশা নামে চেনেন ঢাকার মিরপুরে বাস করছেন দীর্ঘদিন, নিভৃতচারী সঙ্গীত শিল্পী। সঙ্গীতে হাতেখঁড়ি ১৯৮৬ সালে পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সিরাজগঞ্জে খালামনির কাছ থেকে পাওয়া ফ্রান্স থেকে আনা উপহার একটি স্প্যানিশ গিটার হাতে নিয়ে। তখনকার সময়ে গিটার শেখার শিক্ষক পাওয়া ছিল দুষ্কর, বিশেষ করে জেলা শহরগুলোতে। নিজের অধ্যাবসায় ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ তাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। শিল্পী কবির সুমন, ইন্দ্রাণি সেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, এন্ডু কিশোরের গান তার ভাল লাগে। বাংলাদেশে ফিডব্যাক, ওয়ারফেইজ, পেপার রাইম জলি রোজারস তার প্রিয় ব্যান্ড। পাশ্চাত্যের পিঙ্ক ফ্লয়েড, সাউন্ড গার্ডেন, রজার অয়াতারস, এলান পারসন প্রজেক্ট তার পছন্দের তালিকায় রয়েছে। ফিডব্যাক ব্যান্ডের ফোয়াদ নাসের বাবু তার সঙ্গীত গুরুদের অন্যতম। শাশার প্রথম অ্যালবাম ‘উলট চন্ডাল’ ২০০৯ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্ন মগ্ন হও’ প্রকাশিত হয় সঙ্গীতা থেকে। এই অ্যালবামে তার সঙ্গে দ্বৈতকন্ঠে গেয়েছেন শবনম শায়লা তনুকা। এই অ্যালবামের ‘কিছুটা সবুজ পাতা কিছুটা প্রজাপতি জল’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। একই অ্যালবামের ‘নীলা তাকিয়ে আছে’ গানটি সাঈদ রাসেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিরুদ্ধ আলো’তে প্লে-ব্যাক সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়- যা শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছে। সম্প্রতি বাজারে আসছে শাশার একক অ্যালবাম ‘তলিয়ে যাওয়ার গান’। তিনি মূলত সাইকাডেলিক সুরের গান করে থাকেন। তার কন্ঠে অভিমানী ছোঁয়া শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী সৈয়দা নার্গিস সাত্তার তাকে সঙ্গীত চর্চায় উৎসাহ দিয়ে থাকেন। শাশা যেকোন শব্দে সঙ্গীতের সাত স্বরের কম্পন অনুভব করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়