Monday, August 8

স্টার ওয়্যার্সের বাইক বাস্তবে


কানাইঘাট নিউজ ডেস্ক: কল্পকাহিনি নিয়ে নির্মিত টেলিভিশন সিরিয়াল স্টার ওয়্যার্সের স্পিডার বাইক দেখেছেন নিশ্চয়ই। এবার সেই কল্পনার মোটর সাইকেল বাস্তবে দেখা মিললো। একদল উদ্ভাবক সাইকেলটির রেপ্লিকা তৈরি করেছে। এটি ইম্পেরিয়াল আর্মি মোটরসাইকেল। বিশেষ এই মোটরসাইকেল অন্যসবের চেয়ে আলাদা। এই বাইকটির প্রোটোটাইপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন ভিত্তিক কাস্টমাইজেন শপ ভিনটেজ শপ। এটিতে সাধারণ বাইকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। তবে এটির আদল অনেকটাই আলাদা। দুই চাকার এই সাইকেলটির হাতল অনেকটাই আলাদা। এটি দেখতে উড়োজাহাজের থ্রটলের মত। এই বাইকটি বাণিজ্যিকভাবে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়