Thursday, July 28

মাছের ঝোল নিয়ে গান ভাইরাল হলো দুই বাংলায়


কানাইঘাট নিউজ ডেস্ক: জীবনের নানা বিড়ম্বনা আর দুঃসংবাদের মধ্যে একটুখানি হাসির খোরাক। কলকাতার মেয়ে শাওন দত্তের ভিডিও ব্লগ ‘মাছের ঝোল’ ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ভিডিও ব্লগ মেট্রোনমে স্বরচিত ও সুরারোপিত গান করেছেন শাওন দত্ত। বিষয়বস্তু বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল। ঠাকুমার কাছে শেখা মাছের ঝোলের রেসিপি গানে গানে গেয়ে শুনিয়েছেন শাওন দত্ত। অনেকটা বিলেতি ক্ল্যাসিকের স্টাইলে গাওয়া হাস্যরসাত্মক গানটি এখন এপার বাংলা-ওপার বাংলার মানুষের মুখে মুখে। ঠিকঠাক মানলে এই রেসিপি দেখে আপনি চাইলে রাঁধতে পারবেন মাছের ঝোল। নিজের ব্লগে শাওন দত্ত বলছেন, জীবনের তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে গান বাঁধতে ভালোবাসেন তিনি। গান বেঁধে তাতে সুর দিয়ে সেটা ছেড়ে দেন ইউটিউবে তার গানের ব্লগে। দেখুন শাওন দত্তের ‘মাছের ঝোল’:

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়