Friday, July 15

মানবের সঙ্গে দানবের ঐক্য সম্ভব নয়


লক্ষ্মীপুর: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদ দমনের দোহাই দিয়ে খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জামায়াতকে সঙ্গে রেখে আপনার সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। কারণ মানবের সঙ্গে দানবের ঐক্য সম্ভব নয়। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ মোস্তফা কামাল হাসপাতালের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশে গুপ্তহত্যা ও সন্ত্রাসী হামলার ব্যাপারে নৌমন্ত্রী বলেন, মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করে, তারা মুসলমান হতে পারে না। এ সময় তিনি লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটে নৌ বন্দর স্থাপনের ঘোষণা দেন। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।----(ঢাকাটাইমস/১৫জুলাই/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়