Sunday, July 31

তারেক রহমানের রায়ের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় সাজা, জরিমানা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কানাইঘাট উপজেলা ছাত্রদল ও গাছবাড়ী আইডিয়াল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যেগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে স্থানীয় ছাত্রদল । রোববার দুপুর ১২টায় গাছবাড়ী ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের করে গাছবাড়ী বাজার প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে এক পথ সভায় মিলিত হয় । উপজেলা ছাত্রদলের সদস্য জসিম উদ্দিনের সভাপতিত্বে ও গাছবাড়ী আইডিয়াল কলেজ ছাত্রদল নেতা তোফায়েল আহমদের পরিচালনায় উক্ত পথ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট এম.সি. কলেজ ও ল,কলেজ ছাত্রদল নেতা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার,প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম আমিন,বিশেষ অথিতির বক্তব্য রাখেন কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম। এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য মাসুদুর রহমান মাছুম, জিল্লুর রহমান নাছিম, মিনহাজুল ইসলাম, মাহবুবুর রহমান, সুয়েব আহমদ, কলেজ ছাত্রদল নেতা আফনাজ সিকদার, লুতফুর রহমান, তামিম খাঁন, সুলেমান চৌঃ, প্রমুখ। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়