কানাইঘাট নিউজ ডেস্ক:
অ্যাসোসিয়েশন ফর ক্রিয়েটিড ডেভেলপমেন্ট দ্বিতীয় বারের মতো গণিত অলিম্পিয়ায়েডর কার্যক্রম ঘোষণা করছে। জাতীয় গণিত অলিম্পিয়াডের অনুরূপ প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত নিম্নোক্ত তিনটি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যথা- প্রাথমিক: ৩য়-৫ম শ্রেণি ও ২০১৫ ইং এর পিএসসি পরীক্ষার্থী, নিম্ন মাধ্যমিক: ৬ষ্ঠ- ৮ম শ্রেণি ও ২০১৫ ইং এর জেএসসি পরীক্ষার্থী এবং মাধ্যমিক: ৯ম-১০ম শ্রেণি ও ২০১৬ ইং এর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারি আগ্রহী শিক্ষার্থীগণ আবেদনপত্র প্রতিটি পঞ্চাশ টাকার বিনিময়ে বাংলা ওভারসিজ ক্যারিয়ার্স ৪২১ কাকলি শপিং সেন্টার (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট থেকে সংগ্রহ ও পূরণ করে আগামী ০৫ আগস্টের মধ্যে সংগ্রহস্থলে জমা দিতে পারবেন।
উল্লেখ্য, কানাইঘাট ও সিলেট দুইটি কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে অ্যাসোসিয়েশন ফর ক্রিয়েটিড ডেভেলপমেন্ট এর সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়