Monday, July 18

ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির সংশোধনী অনুমোদন

ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির সংশোধনী অনুমোদন

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এর ফলে কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে প্রমাণ উপস্থাপন না করেও বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আসামি বিনিময় করতে পারবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ে ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভারতের সঙ্গে ‘বহিঃসমর্পণ চুক্তি’ করে বাংলাদেশ। ওই বছরের ৭ অক্টোবর এই চুক্তিতে অনুসমর্থন দেয় মন্ত্রিসভা।

 মন্ত্রিপরিষদ সচিব জানান, ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় এই চুক্তির ১০(৩) ধারা সংশোধনের প্রস্তাব আজ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।

তিনি আরও জানান, সংশোধিত ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিচারিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যেকোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায়, তাহলে তাকে ফেরত দিতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়