Saturday, July 9

সন্ধানী ৭ম সংখ্যা এখন বাজারে


কানাইঘাট নিউজ ডেস্ক: সৃজনশীল সাহিত্য ও অনুসন্ধানী সংবাদের সমন্বয়ে নিয়মিত ত্রৈমাসিক “সন্ধানী” প্রকাশিত হচ্ছে। এবার বের হলো ৭ম সংখ্যা। প্রতি তিন মাস অন্তর অন্তর বের হওয়া এই পত্রিকা সিলেটের বৃহত্তর গন্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশে পাঠকদের মনোযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছে। সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেন, "প্রথমে আমাদের টার্গেট অডিয়েন্স ছিলেন সিলেটের জনগণ। কিন্তু পাঠকদের মধ্যে আগ্রহ তৈরী হওয়ায় আমাদের ক্ষেত্র আরো বাড়াতে হয়েছে। ধারাবাহিকতা আর বিষয় বৈচিত্রতার জন্য ত্রৈমাসিক সন্ধানী আমেরিকা, লন্ডন,ফ্রান্স, স্পেন, ভারত, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে  পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।" চলতি সংখ্যায় রামাদ্বানে বিভিন্ন স্থানে কোরআন শিক্ষার বিষয়ে এবং ঈদের উপর গুরুত্ব দেয়া হয়েছে।এছাড়া সমসাময়িক বিষয়ে লেখা রয়েছে অনেকগুলো। এতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের কার্যক্রম নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক-আল মামুন, মাজেদ আহমদ চঞ্চল লিখেছেন মাকে হারানোর কস্ট কথা, মোস্তফা হাসান চৌধুরী গিলমান লিখেছেন "কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেন ইসলাম গ্রহণ করলেন?"-শিরোনামে অনুসন্ধানী মুলক লেখা,, জকিগঞ্জের কৃতি সন্তান শামছুল হক চৌধুরী বাংলা সফটওয়্যার জগতের কিংবদন্তী - লিখেছেন মিফতাহুল ইসলাম,লন্ডনের এম এ বাছিত আশরাফ লিখেছেন -"সন্ত্রাস দমনে মহানবী ( সা.) এর শিক্ষা"।ফজলে রাব্বী সাইদ লিখেছেন"বালাকোট সম্মেলন :প্রিয় মানুষের আগমন"- শীর্ষক শিরোনামে বড় ছাহেব কে নিয়ে অনুভুতি। এছাড়া মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খানের ইন্তেকাল: জাতি হারালো এক কৃতি সন্তান- লিখেছেন আবু সুফিয়ান, "ইমাম আ'যম আবু হানিফা রহ:"-নোমান আহমদ অনূদিত বইটি নিয়ে আলোচনা করেছেন আবু সুফিয়ান।কবি কালাম আজাদের "বয়েসী প্রপঞ্চ " নিয়ে লিখেছেন আহমদ আল মঞ্জুর "বয়েসী প্রপঞ্চ":জীবনের অভিজ্ঞতার চিত্র-, স্পেনের বার্সেলোনায় লতিফিয়া মসজিদ উদ্বোধন নিয়ে সংবাদ, দারুল কিরাতের বিভিন্ন স্থানের কিছু ছবি, প্রযুক্তি নিয়ে লিখেছেন আব্দুল মুকিত "চার্জার ক্যাবলের এক অদ্ভুত বৈশিষ্ট্য। " ছড়া-কবিতা বিভাগে লিখেছেন দাবী - পিয়ার মাহমুদ, ওই স্মৃতিময় বালাই হাওর - এজে এম শিহাব, স্বপ্নের পথচলা - মুজাহিদ বুলবুল,দু'টি ছড়া- মাহবুবুর রহীম, রোযার বায়না- লুৎফুর রহমান, প্রিয় কবি- হাসান স্বজন, দেশের জন্য- শামীম খান যুবরাজ,সন্ধানী - আহমদ আল মঞ্জুর, এটাই আমার জন্ম ভুমি- সৈয়দ তরিকুল্লাহ আশরাফী, আমি জ্বলে উঠবো- মাহবুবুর রহমান,উপায় ত আর নাই- রুমান হাফিজ,রমযান- জাবির হাসান,বলছি খোকা- ইয়াহইয়া আহমদ চৌধুরী, তোমার ছেলে বড় হবে- আলী আজমেরীয়া, নিস্তব্ধ কেন?- তারেক মুনাওয়ার,আগমনে রমযান - আব্দুল খালিক, বছর ঘুরে এলো- সায়ন্ত সামো,আর্তনাদের বীণ - সৈয়দ আব্দুল মুঈদ মুত্তাকী, হচ্ছে কপি-আহমদ আল মাহমুদ জুয়েল, দারুল কিরাত - মোহাম্মদ কামরুজ্জামান,গা ছমছম করে- মোহাম্মদ আব্দুল মান্নান,ঈদের জামা- রেদ্বওয়ান মাহমুদ,রামাদান এলো-আরকান খান মোহন,মাহে রামাদান -মো আবু সুফিয়ান। 

মোস্তফা হাসান চৌধুরী গিলমান সম্পাদক ত্রৈমাসিক সন্ধানী যোগাযোগ আব্দুল মুকিত নির্বাহী সম্পাদক 0 1733-545237 জামাল আহমদ ব্যবস্থাপনা সম্পাদক 0 1718 132101 প্রাপ্তিস্থান -- * ফুলতলী পাবলিকেশন,ফুলতলী ছাহেব বাড়ি,জকিগঞ্জ। * সাইমুন লাইব্রেরী,হাজী নওয়াব আলি মসজিদের পাশে, সুবহানীঘাট,সিলেট। * খান কম্পিউটার, রাজা ম্যানশন,জিন্দাবাজার , সিলেট। * স্থানীয় হকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়