চাঁদপুর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইমামরা প্রতিটি মসজিদে বয়ান ও উপদেশ ঠিক মতো দিলে আমাদের সোনার ছেলেরা বিপদগামী হতো না। ইসলাম কখনো ইসলামের ক্ষতি করতে পারে না। জঙ্গিগোষ্ঠী মানুষ হত্যা করে শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেই হামলা করছে।
আজ বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার লক্ষ্যে ৭১ এ বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আজ জননেত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আজ চাঁদপুরের এ সমাবেশেই তার প্রমাণ।’
ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘ইমামরা হলেন আমাদের নেতা। আমরা আপনাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ি। ইসলামের নাম করে জঙ্গিরা মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বোমা মেরে মানুষ হত্যা করছে। তাই আপনাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। হয়তো আপনাদের জীবনের ঝুঁকি বাড়বে। নবীজি যেভাবে ইসলাম প্রচারের জন্যে ত্যাগ স্বীকার করেছেন আপনারাও সেভাবে কাজ করে যাবেন। আমি পুলিশদের দু’টি ঘটনায় ধন্যবাদ দেব। তারা নিজেদের জীবন দিয়ে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছেন।’
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়