Sunday, July 17

কেঁপে উঠলো ভারত-পাকিস্তান

কেঁপে উঠলো ভারত-পাকিস্তান

কানাইঘাট নিউজ ডেস্ক: রোববার সন্ধ্যার দিকে ভারত-পাকিস্তান সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। তবে এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাহোর থেকে ৩৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরা অনলাইনের খবরে রোববার সন্ধায় এ তথ্য জানানো হয়েছে।

লাহোরের ওয়াকাস হাবিব রানা নামে এক ব্যক্তি আলজাজিরা জানিয়েছেন, তীব্র ভূকম্পন হয়েছে। এতে ক্ষয়ক্ষতিও হয়ে থাকতে পারে। আমার মনে হচ্ছিল মাটির নিচ থেকে প্রচন্ড গর্জনে কিছু বের হয়ে আসছিল।

টাইমস অব ইন্ডিয়াতে বলা হয়েছে, ভারতের অমৃতস্বর, ফাজিলকা এবং ফিরোজেপুরে ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

এর আগে গত এপ্রিলে দক্ষিণ এশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে অন্তত পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো অনেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়