Friday, July 22

সাসেক্স অধিনায়কের ‘স্পেশাল’ মোস্তাফিজ


কানাইঘাট নিউজ ডেস্ক: কাউন্টিতে অভিষেকেই বাজিমাত করেছেন ‘কাটার বয়’ মোস্তাফিজুর রহমান। চার উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। মোস্তাফিজের এমন পারফরম্যান্সে দারুণ খুশি সাসেক্স দল। দলটির অধিনায়ক লুকে রাইট মোস্তাফিজকে তাদের ‘স্পেশাল’ বোলার বলে উল্লেখ করেছেন। লুকে রাইট বলেন, মোস্তাফিজকে এখানে পেতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেকেই এর জন্য কঠোর পরিশ্রম করেছেন। সে একজন খুবই স্পেশাল বোলার। সে একাই বিরোধী পক্ষকে উড়িয়ে দিয়েছে যা ছিলো দেখার মতো। তিনি আরও বলেন, মুস্তাফিজ আসলে কি করতে যাচ্ছে তা বোঝাটা মুশকিল। আমরা আগে তাকে দেখার সময় পায়নি। তাকে কখনও মোকাবেলাও করিনি। অনুশীলনে আমরা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কৃতজ্ঞ উইকেটরক্ষক ক্রেইগ কাচোপার প্রতি। সে মোস্তাফিজের সঙ্গে ভালো করেছে। রাইট বলেন, মোস্তাফিজ গতকালের (পরশু) ফ্লাইটে এসেছে। সুতরাং, সে অনুশীলনের সময় পায়নি। সরাসরি মাঠে এসে বল করেছে। আমাদের হাতে স্পেশাল ট্যালেন্ট আছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়