Wednesday, July 6

যে কারণে এবার ৩১টি রোজা রাখতে হলো প্রধানমন্ত্রীকে


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার পবিত্র রমজান মাসে ৩১টি রোজা রাখতে হয়েছে। সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে থাকায় গত ৬ জুন থেকে রোজা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায় ৬ জুন আর রোজা শুরু হয় ৭ জুন থেকে। সে হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে অতিরিক্ত একটি রোজা রেখেই দেশে ফেরেন ৭ জুন। মঙ্গলবার (৫ জুলাই) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার (৭ জুলাই)। আর সে হিসেবে ৬ জুলাইয়ের দিনসহ প্রধানমন্ত্রীর মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩১টি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী যেখানেই থাকেন ধর্ম পালন করেন। সে অনুযায়ী সৌদি সফর থাকাকালেই তিনি রোজা শুরু করেছেন। উল্লেখ্য, গত ৩ জুন থেকে ৭ জুন রাষ্ট্রীয় কাজে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পবিত্র ওমরাহ পালন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়