Friday, July 22

ক্যাটরিনাকে আন্টি ডেকে বিপাকে ‘মুন্নী’


কানাইঘাট নিউজ ডেস্ক: তার ‘বজরঙ্গী ভাইজান’ সালমান খানকে সে আঙ্কেল বলে ডাকে। সেই হিসেবেই ক্যাটরিনা কাইফকে আন্টি বলে ডেকে ফেলেছিল ‘মুন্নি’ ওরফে হর্ষালি মলহোত্রা। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে হাসাহাসি! ঘটনা হলো গত শনিবার ছিল ক্যাটরিনার জন্মদিন। সেদিনই প্রথম ফেসবুক অ্যাকউন্ট খোলেন নায়িকা। ফলে শুভেচ্ছা আসতে থাকে ওয়েব দুনিয়া থেকে। সেখানেই মেসেজ পাঠান হর্ষালি। ক্যাটরিনার একটি ছবি পোস্ট করে হর্ষালি লেখেন, ‘হ্যাপি বার্থ ডে ক্যাটরিনা আন্টি।’ আর এতেই শুরু হয় হাসাহাসি আর বিদ্রুপ। কেউ বলেন, ক্যাটরিনাকে দিদি বলে ডাকা উচিত ছিল হর্ষালির। আবার কেউ বলেন, সালমান আঙ্কেল বলেই ক্যাটরিনা আন্টি- হিসেবটা এত সহজ তো নাও হতে পারে! যদিও এ সবে সম্ভবত কিছু মনে করেননি ক্যাট। কারণ উত্তরে ক্যাট লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ লাভ।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়