Thursday, July 14

ফাঁসির আগে রবি দাস ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আল আমিন


মো. নাসির উদ্দিন: ফাঁসি কার্যকরের মাস দেড়েক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মাকু রবি দাস। তিনি রোজাও রেখেছেন পুরো এক মাস। যথারীতি নামাজও আদায় করতেন। আর ফাঁসির আগে চার রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে এসব তথ্য নিশ্চিত করে জানায়, কারো উদ্যোগে নয়, মূলত; মনের টানে তিনি নিজেই ইসলাম ধর্মে দিক্ষিত হন। তিনি নিজেই তার নাম রাখেন আল আমিন। কয়েদি রেজিস্টারে তার নাম মাকু রবি দাস থাকলেও পরবর্তীতে কারাগারেও অনেকেই তাকে আল আমিন নামেই ডাকতেন। ফাঁসির আগে রাতে পুরোহিত ডেকে নিয়ে ক্ষমা প্রার্থনার জন্য বললে, তিনি পুরোহিতকে ফিরিয়ে দেন। কারাগারের চিকিৎসক মিজানুর রহমান জানান, ফাঁসির আগে জম টুপি পরানোর সময় তিনি কারা কর্তৃপক্ষের কাছে দুই রাকাত নফল নামাজ পড়ার সময় চান। কারাকর্তৃপক্ষ তার সেই আবদার রক্ষা করে নামাজ আদায় করতে দিয়েছিলেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাসুদ পারভেজ মঈন বলেন, ফাঁসির আগে মাকু রবি দাস স্বাভাবিক ছিলেন। কোনো রকমের ভীতসন্ত্রস্ততা কার মধ্যে কাজ করেনি। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট প্রতিবেশীকে খুনের দায়ে সিলেটে কেন্দ্রীয় কারাগারে মাকু রবি দাসের ফাঁসি কার্যকর করা হয়। মাকু রবি দাস হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাওয়ের সমাধনী রবি দাসের ছেলে। ২০০১ সালের ৩১ অক্টোবর রাতে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে প্রতিবেশী নাইনকা রবি দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মাকু রবি দাস। ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর দায়রা ৫৭/২০০২ মামলায় বিচারে অভিযোগ সন্দেহজনকভাবে প্রমাণিত হওয়ায় হবিগঞ্জ আদালতে অতিরিক্ত দায়রা জজ মাকু রবি দাসকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। শ্যামল সিলেট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়