Wednesday, July 6

ঘরমুখো মানুষ, ফাঁকা হচ্ছে সিলেট নগরী


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সিলেট ছাড়ছেন অসংখ্য ঘরমুখো মানুষ। বাস টার্মিনাল কিংবা রেলস্টেশনে তাই এখন ঘরমুখো মানুষের ভিড়। নাড়ির টানে মানুষ যতই ছুটছেন বাড়ির পানে ততই খালি হচ্ছে সিলেট নগরী। গত ১ জুলাই থেকে ঈদ উল ফিতরে ছুটি শুরু হলেও ঈদের বাজার করে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা। বুধবার সকাল থেকে দেখা গেছে নগরীর অনেক এলাকাই ফাঁকা। মার্কেটগুলোতেও লক্ষ্য করা গেছে তুলনামুলক কম ভীড়। মানুষ কমে যাওয়ায় সিলেট নগরীর যানজটও কমেছে। পথে পথে নেই চিরচেনা দুর্ভোগ, নেই পথচারীদের ভিড়। সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ যেন অচেনা এক নগরী। রাস্তায় নেই যানজট। কমেছে নাগরিক কোলাহল। আর সিলেটে যারা ঈদ করেছেন তারাও বুধবার ঈদ হতে পারে ভেবে আগেভাগেই শেষ করেছেন ঈদের বাজার। জিন্দাবাজার এলাকার বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, দুই ঈদের সময়ই ফাঁকা হয়ে যায় সিলেট নগরী। এই সময়টায় আমরা যারা সিলেটে থাকি তাদের একটু আরামে কাটে। রাস্তা-ঘাটসহ সবকিছু ফাঁকা থাকে। এ সময় ছেলে মেয়েদের নিয়ে একটু আরমে চলাফেরা করা যায়। তবে এরকম ফাঁকা আর বেশি দিন থাকবে না। ঈদের ছুটি শেষে দুই একদিনের মধ্যে ফিরতে শুরু করে মানুষ। তখন পুরনো চেহারা আবার ফিরে পাবে সিলেট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়